রাজবাড়ীতে নির্বাচনোত্তর সহিংসতা: ঘরবাড়ি ভাঙচুর, হামলা

রাজবাড়ীর পাংশা উপজেলায় নির্বাচনে বিজয়ী এক প্রার্থীর বাড়িঘরে ভাংচুর ও হামলায় অন্তত সাত জন আহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2022, 05:43 PM
Updated : 7 Jan 2022, 05:43 PM

মাছপাড়া ইউনিয়নের পেঁচুয়াট গ্রামে শুক্রবার এই ঘটনা ঘটে বলে পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান জানান।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে নবনির্বাচিত ইউপি সদস‍্য মুনতাজ মোল্লার সমর্থকের বাড়িঘর ভাঙচুর করে পালিয়ে যায় একদল লোক। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ওসি মোহাম্মদ মাসুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

৫ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস‍্য মুনতাজ মোল্লা বলেন, তার প্রতিপক্ষ একটি দল ২৫ থেকে ৩০ জন লোক নিয়ে দেশি অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে তার সমর্থকদের ওপর হামলা চালায়।

হামলায় ছয় জন আহত হয়েছে; তাদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

আহতদের মধ্যে আনোয়ার ও হিরো প্রামানিকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাছপাড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বলেন, “আমি খবর পেয়ে দ্রুত ছুটে যাই গিয়ে দেখি দুইটা গ্রুপের মধ্যে সংঘর্ষ চলছে। আমি তাদেরকে থামানোর চেষ্টা করি। আহত কয়েকজনকে মোটরসাইকেলে করে হাসপাতালে পাঠানোর ব‍্যবস্থা করি।”