নোয়াখালীতে পুলিশ মেসে ধর্ষণের অভিযোগ, কনস্টেবলসহ গ্রেপ্তার ৪

নোয়াখালীতে ট্রাফিক পুলিশের মেসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলার পর এক কনস্টেবলসহ চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2022, 05:30 PM
Updated : 7 Jan 2022, 06:10 PM

সুধারাম মডেল থানা সংলগ্ন ট্রাফিক পুলিশের কোয়ার্টারে বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে বলে মামলায় অভিযোগ করা হয়।

গ্রেপ্তাররা হলেন ট্রাফিক কনস্টেবল মুকবুল হোসেন (৩২), তার তিন সহযোগী অটোরিকশা চালক মো. কামরুল (২৫), নুর হোসেন কালু (৩০) ও আবদুল মান্নান (৪৯)।

সুধারাম থানার ওসি মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হিয়েছে এবং ২৩ বছর বয়সী মেয়েটির শারীরিক পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘটনায় বৃহস্পতিবারই ওই তরুণীর মা চার জনকে আসামি করে সুধারাম থানায় মামলা করেছেন। মেয়েটি জেলার সেনবাগ উপজেলার বাসিন্দা।

মামলার বরাতে ওসি জানান, বৃহস্পতিবার দুপুরে ওই নারী ফেনী থেকে মাইজদী আসেন। এরপর তার টাকার প্রয়োজন হলে পূর্বপরিচিত অটোরিকশা চালক মো. কামরুলের সঙ্গে দেখা করেন। এক পর্যায়ে কামরুল, আবদুল মান্নান ও নুর হোসেন কালু তাকে সদর ট্রাফিক পুলিশের কনস্টেবল (মুন্সি) মকবুল হোসেনের কাছে নিয়ে যান।

এ সময় তাদের সহযোগিতায় মুন্সি মকবুল হোসেন মেয়েটিক ট্রাফিক পুলিশের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে ওসি জানান।