নওগাঁয় নারীকে কুপিয়ে হত্যা, সৎ ছেলে আটক

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে সৎ ছেলেকে আটক করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2022, 01:19 PM
Updated : 7 Jan 2022, 01:19 PM

নিহত রাবেয়া বেগম (৬০) উপজেলার গলাইকুড়া গ্রামের ইসরাইল মিয়ার স্ত্রী।

শুক্রবার বেলা ১টার দিকে গ্রামের বাড়িতে তাকে হত্যা করা হয় বলে নিয়ামতপুর থানার ওসি হুমায়ন কবির জানান।

ঘটনার পর পুলিশ রায়েয়ার সৎ ছেলে শাহিন হোসেনকে (২০) আটক করেছে।

পুলিশ জানায়, ইসরাইল মিয়ার সঙ্গে তার দ্বিতীয় স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে গেছে। দ্বিতীয় স্ত্রীর ছেলে শাহিন। শাহিনের সঙ্গে তার সৎ মা রাবেয়ার প্রায়ই এটা-সেটা নিয়ে দ্বন্দ্ব হত। এর জেরে শুক্রবার দুপুরে ঝগড়া হলে একপর্যায়ে শাহিন দা দিয়ে রাবেয়ার মাথায় একাধিকবার কোপ দেন। এতে রাবেয়া ঘটনাস্থলে নিহত হন।

পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে শাহিনকে আটক করে বলে তিনি জানান।

ওসি কবির এলাকাবাসীর বরাতে বলেন, শাহিনের জন্মদাত্রী মা অন্যত্র বিয়ে করেছেন। এ নিয়ে রাবেয়া প্রায়ই কটূক্তি করতেন। এ কারণে রাগে-ক্ষোভে শাহিন তাকে হত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা  হচ্ছে। তবে তদন্ত করলে  প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।