নওগাঁয় নারীকে কুপিয়ে হত্যা, সৎ ছেলে আটক
নওগাঁ প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jan 2022 07:19 PM BdST Updated: 07 Jan 2022 07:19 PM BdST
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে সৎ ছেলেকে আটক করেছে পুলিশ।
নিহত রাবেয়া বেগম (৬০) উপজেলার গলাইকুড়া গ্রামের ইসরাইল মিয়ার স্ত্রী।
শুক্রবার বেলা ১টার দিকে গ্রামের বাড়িতে তাকে হত্যা করা হয় বলে নিয়ামতপুর থানার ওসি হুমায়ন কবির জানান।
ঘটনার পর পুলিশ রায়েয়ার সৎ ছেলে শাহিন হোসেনকে (২০) আটক করেছে।
পুলিশ জানায়, ইসরাইল মিয়ার সঙ্গে তার দ্বিতীয় স্ত্রীর ছাড়াছাড়ি হয়ে গেছে। দ্বিতীয় স্ত্রীর ছেলে শাহিন। শাহিনের সঙ্গে তার সৎ মা রাবেয়ার প্রায়ই এটা-সেটা নিয়ে দ্বন্দ্ব হত। এর জেরে শুক্রবার দুপুরে ঝগড়া হলে একপর্যায়ে শাহিন দা দিয়ে রাবেয়ার মাথায় একাধিকবার কোপ দেন। এতে রাবেয়া ঘটনাস্থলে নিহত হন।
পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে শাহিনকে আটক করে বলে তিনি জানান।
ওসি কবির এলাকাবাসীর বরাতে বলেন, শাহিনের জন্মদাত্রী মা অন্যত্র বিয়ে করেছেন। এ নিয়ে রাবেয়া প্রায়ই কটূক্তি করতেন। এ কারণে রাগে-ক্ষোভে শাহিন তাকে হত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত করলে প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
-
পাবনায় হত্যার দায়ে এক নারীর যাবজ্জীবন
-
পন্টুনে কার্গোর ধাক্কা, নৌকায় লোহার খুঁটি পড়ে মাঝি নিহত
-
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের অজগরটি আবারও ডিম দিয়েছে
-
ইমরানের বিদ্রোহ: ‘পাত্তা দিচ্ছেন না’ রিফাত
-
ফরিদপুরে কভার্ড ভ্যান দুর্ঘটনায় সার্জেন্ট নিহত
-
মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
-
আখাউড়া বন্দরে সার্ভার অকেজো, খাতায় লেখা হচ্ছে তথ্য
-
লক্ষ্মীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: স্বামীর যাবজ্জীবন
- ধ্বংস্তূপে দাঁড়িয়ে লিটন-মুশফিকের সেঞ্চুরি ও রেকর্ড জুটি
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- ঢাকায় গড়া ৬৩ বছর আগের রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন
- লিটনের ধ্রুপদী সেঞ্চুরি, মুশফিকের মাস্টারক্লাস
- ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
- দণ্ড নিয়ে হাজি সেলিম কারাগারে, এমপি পদের কী হবে?
- মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল