পাবনায় ‘বিদেশ পাঠানো বাবদ বকেয়া টাকা চাওয়ায়’ সংঘর্ষে একজন নিহত

পাবনার বেড়া উপজেলায় বিদেশ পাঠানোর পর বকেয়া টাকা না দেওয়ায় দ্বন্দ্বের জেরে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন; আহত হয়েছেন নয়জন।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2022, 10:53 AM
Updated : 7 Jan 2022, 10:53 AM

উপজেলার চরসাফুল্যা গ্রামে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তারা হতাহত বলে জানান বেড়া মডেল থানার ওসি অরবিন্দ সরকার।

নিহত তোতা মিয়া (৬০) ওই গ্রামের বাসিন্দা।

আহতদের মধ্যে ওই এলাকার আব্দুল আজিজ, রুশনাই খাতুন, জিয়া ব্যাপারী, বছির উদ্দিন, মজিবর রহমান, আরিফ হোসেন, রমজান আলীকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ওসি অরবিন্দ সরকার বলেন, ওই গ্রামের শফিকুল ইসলামের মাধ্যমে তোতা মিয়ার ছেলে আখের আলী সৌদি আরব যান। যাওয়ার আগে আখের আলী সব টাকা পরিশোধ করেননি। ১৮ মাস পর আখের দেশে ফিরে আসেন। তার কাছে শফিকুলের পরিবারের লোকজন বকেয়া টাকা চান। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে বিরোধ চলছিল।

“সকালে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হলে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাদের হাসপাতালে নিলে চিকিৎসক তোতা মিয়াকে মৃত বলে জানান।”

মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি এবং জড়িতদের আটকে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।