ফরিদপুরে পাসপোর্ট ‘দালাল চক্রের’ ৫ সদস্য গ্রেপ্তার

ফরিদপুরে পাসপোর্ট ‘দালাল চক্রের’ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2022, 09:07 AM
Updated : 7 Jan 2022, 09:07 AM

তাছাড়া আড়াই লাখ টাকা, ‘অবৈধ লেনদেনের’ পাঁচটি খাতা, টাকা জমা দেওয়ার চালান, দুটি কম্পিউটারের মনিটর জব্দ করা হয়েছে বলে জানান জেলার পুলিশ সুপার জামাল পাশা।

গ্রেপ্তারকৃতদের নাম নাদিম হাসান, তারিকুর রহমান, রাব্বি মোল্লা, আল আমিন শেখ ও মোজাম্মেল হোসেন শিমুল বলে জানালেও পুলিশ তাদের ঠিকানা বলেনি।

পুলিশ সুপার শুক্রবার বেলা ১১টায় তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বলেন, “অতিরিক্ত টাকা আদায় করে দীর্ঘদিন ধরে তারা পাসপোর্ট অফিসে দালালি করছিলেন। টাকা না দিলে আটকে রেখে তারা নির্যাতনও করতেন।”

পুলিশ সুপার বলেন, নগরকান্দা থানায় জুলহাস সিকদার নামে এক ব্যক্তি অভিযোগ দিলে পুলিশ তার প্রাথমিক সত্যতা পায়। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় জুলহাসের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তারকৃতদের আদালতে মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে বলে জানান পুলিশ সুপার।