নির্বাচনী সহিংসতায় নওগাঁর চার ইউপির ৫ কেন্দ্রের ফল স্থগিত

সহিংসতার কারণে নওগাঁর পত্নীতলা উপজেলায় চার ইউপির পাঁচটি কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2022, 04:28 PM
Updated : 6 Jan 2022, 04:28 PM

বৃহস্পতিবার জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “নির্বাচন পরবর্তী সহিসংতায় ঘোষনগর, কৃষ্ণপুর, পত্নীতলা ও আকবরপুর ইউনিয়নের পাঁচটি কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে।

ফলাফল স্থগিত হওয়া কেন্দ্রগুলো হলো- আকবরপুর ইউনিয়নের মান্দাইন উচ্চবিদ্যালয়, পত্নীতলা সদর ইউনিয়নের মথুরাপুর স্যাটেলাইট প্রাথমিক বিদ্যালয়, কৃষ্ণপুর ইউনিয়নের পানিওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘোষনগর ইউনিয়নের ঘোষনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কমলাবাড়ি উচ্চবিদ্যালয় কেন্দ্র।

খুব শীঘ্রই এসব কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ করা হবে বলে জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব হাসান জানিয়েছেন।

পত্নীতলা উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, ওই চার ইউনিয়ন বাদে উপজেলার বাকি সাতটি ইউনিয়নের দুটিতে নৌকার প্রার্থী এবং পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থীরা বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুব হাসান জানান, সাপাহার উপজেলার ছয়টি ইউনিয়নের পাঁচটিতে নৌকা ও একটিতে স্বতন্ত্র প্রার্থী এবং পোরশা উপজেলার ছয় ইউনিয়নের ছয়টিতেই নৌকা প্রতীকের প্রার্থীরা বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন।