গাইবান্ধায় ভোটকেন্দ্রের বাইরে গলা কেটে হত্যায় মামলা

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে একটি ভোটকেন্দ্রের বাইরে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2022, 04:09 PM
Updated : 6 Jan 2022, 04:09 PM

বৃহস্পতিবার বিকালে নিহত ব্যক্তির বাবা বাদী হয়ে থানায় মামলাটি করেন বলে সাঘাটা থানার ওসি মতিউর রহমান জানান।

বুধবার বিকাল পৌনে ৩টায় জুম্মারবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জুম্মাবাড়ি আদর্শ কলেজ কেন্দ্রের বাইরে হত্যার এ ঘটনা।

নিহত আবু তাহের (৪০) জুম্মারবাড়ি ইউনিয়নের মামুদপুর গ্রামের মো. ওমর আলীর ছেলে।

ওসি মতিউর রহমান জানান, নিহতের বাবার দায়ের করা মামলায় বৈদ্যুতিক ফ্যান প্রতীকের ইউপি সদস্য পদপ্রার্থী রাসেল আহমেদসহ ৩০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার বরাতে নিহতের বাবা ওমর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোটকেন্দ্রে টিউবওয়েল প্রতীকের সদস্য পদপ্রার্থী আইজল মিয়ার সমর্থকদের সঙ্গে ফ্যান প্রতীকের প্রার্থী রাসেল আহমেদের সমর্থকদের কথা কাটাকাটি হয়। তাহের ছিলেন আইজল মিয়ার সমর্থক। এর জের ধরে বিকালে আবু তাহেরকে একা পেয়ে রাসেল ও তার লোকজন ধারালো হাসুয়া দিয়ে তার গলা কেটে ফেলে।

রাসেলকে উদ্ধার করে বগুড়ার সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে জানান বাবা ওমর আলী।