লাশ উদ্ধারের ৪ দিন পর মিলল মাথা, গ্রেপ্তার ১

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় এক নারীর মাথাবিহীন লাশ উদ্ধারের চার দিন পর মাথা উদ্ধার করেছে র‌্যাব।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2022, 12:26 PM
Updated : 6 Jan 2022, 12:26 PM

বৃহস্পতিবার দুপুরে ধানীখোলা ইউনিয়নের কাটাখালির একটি ডোবায় মাথাটি পাওয়া যায় বলে র‍্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিহত সুলতানা বেগম (২৭) রংপুরের মিঠাপুকুর উপজেলার জুলু মিয়ার মেয়ে। চাকরির সুবাদে গাজীপুরে বাস করতেন তিনি।

এর আগে গত রোববার দুপুরে ওই ডোবার পাশের একটি ক্ষেত থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই মামলায় বুধবার সেলিম মল্লিক (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। সেলিম কাটাখালি গ্রামের আব্দুল মালেকের ছেলে।

সেলিম মল্লিককে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব-১৪ অধিনায়ক উইং কমান্ডার মো. রোকনুজ্জামান বলেন, “সেলিম মল্লিকের সঙ্গে ওই নারীর মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি ওই নারী সেলিমকে বিয়ে করার জন্য চাপ দেন।

“বিয়ের চাপ সহ্য করতে না পেরে সেলিম মেয়েটিকে হত্যার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী তাকে বিয়ে করার কথা বলে শনিবার দুপুরের দিকে ত্রিশালে নিয়ে আসেন।”

র‌্যাব কর্মকর্তা বলেন, “দিনভর নানা স্থানে ঘোরানোর পর রাতে কাটাখালি এলাকায় নিয়ে অন্য আরেকজনের সহায়তায় ওই নারীকে হত্যা করেন সেলিম। হত্যার পর পরিচয় গোপন ও নিজেকে বাঁচাতে ওই নারীর মাথা কেটে অন্য জায়গায় ফেলে দেন তিনি।”