পাঁচবিবি উপজেলায় ৫ ইউনিয়নের চারটিতে স্বতন্ত্র প্রার্থীর জয়

জয়পুরহাটের পাঁচবিবি উপজলায় পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারটিতেই স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2022, 08:30 AM
Updated : 6 Jan 2022, 09:44 AM

বুধবার ভোট গ্রহণের পর গণনা শেষে রাতে জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা আমিনুর রহমান মিঞা এই ফল ঘোষণা করেন।

বিজয়ী চার স্বতন্ত্র প্রার্থী হলেন আয়মা রসুলপুর ইউনিয়নের মামুনুর রশীদ মিল্টন,আটাপুর ইউনিয়নে আবু চধুরী,বাগজানা ইউনিয়নে নাজমুল হক ও ধরঞ্জী ইউনিয়নে আনোয়ারুল ইসলাম চৌধুরী।

আর মুহাম্মদপুর ইউনিয়নে জয় পেয়েছেন আওয়ামী লীগের রবিউল আলম চৌধুরী পিন্টু।

নির্বাচন কর্মকর্তা আমিনুর বলেন, নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দল অংশ নেয়নি। অন্য সবাই ছিলেন স্বতন্ত্র প্রার্থী। চেয়ারম্যান পদে মোট ২৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে দেশের ৭০৮ ইউপিতে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট হয়। তারপর গণনা শেষে প্রাথমিক ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।