প্রথম দিনেই ২ লাখ ৮০ হাজার ৮০০ টন পেঁয়াজ আমদানির অনুমতি নেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যায় নজরুল ইসলাম ঋতু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত সোমবার জেলা প্রশাসক মজিবুর রহমানের কাছে আমি চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছি। গতকাল ও আজ আমার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে কাজ শুরু করেছি।”
”আমি সবার সহযোগিতা চাই। ভালো কাজ করতে চাই,” যোগ করেন চেয়ারম্যান।
গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নজরুল ইসলাম ঋতু আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলামকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে চেয়ারম্যান পদে জয়লাভ করেন।
নির্বাচন কমিশন জানায়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঋতু ৯ হাজার ৫৭৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নজরুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৫২৯ ভোট।
কালীগঞ্জের দাদপুর গ্রামের নজরুল ইসলাম ঋতু এবারই প্রথম ইউনিয়ন পরিষদের নির্বাচন করেন।