গাইবান্ধায় ধাওয়া-পাল্টা ধাওয়ায় সদস্য প্রার্থীসহ আহত ৩

গাইবান্ধার সাঘাটা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় তিন জন আহত হয়েছেন।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2022, 03:13 PM
Updated : 5 Jan 2022, 03:13 PM

জুম্মাবাড়ি ইউনিয়নের দহিচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে বলে কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আসাদুজ্জামান মিলন জানান।

তিনি বলেন, “দুপুরে ভোটগ্রহণ চলাকালে মেম্বার প্রার্থী আবদুল গণিসহ (টিউবওয়েল) তার কর্মী-সমর্থকরা কেন্দ্রে প্রভাব বিস্তার করে। এ সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহাঙ্গীর কবীরের (ফুটবল) সমর্থকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে আবদুল গণি ও তার ভাই আবদুল রশিদসহ অপর প্রার্থী জাহাঙ্গীর কবীর আহত হন।”

সংঘর্ষ ও সহিংসতা ঠেকাতে দুপুর ২টার পর থেকে কেন্দ্রে ৩০ মিনিট ভোটগ্রহণ স্থগিত রাখা হয় বলেও জানান প্রিজাইডিং কর্মকর্তা আসাদুজ্জামান।

জেলার ১৬টি ইউপিতে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। এসব ইউপিতে চেয়ারম্যান পদে ৯৩, সাধারণ সদস্য পদে ৬২৩ ও সংরক্ষিত নারী সদস্য পদে ২৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।