কুমিল্লায় নৌকার প্রার্থীর গাড়িতে পুলিশ-বিজিবির স্টিকার

কুমিল্লার চান্দিনা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর গাড়িতে পুলিশ-বিজিবির স্টিকার থাকায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2022, 07:02 AM
Updated : 5 Jan 2022, 07:02 AM

জেলার অতিরিক্ত পুলিশ সুপার  (প্রশাসন) আব্দুর রহীম জানান, উপজেলার বরকইট ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাশেমকে এই জরিমানা করা হয়েছে।

আবুল হাশেম ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।

পুলিশ কর্মকর্তা আব্দুর রহীম বলেন, আবুল হাশেম তার গাড়িতে পুলিশ ও বিজিবি লেখা স্টিকার লাগিয়েছিলেন। এটা দেখে ওই গাড়ি ও গাড়ির লোকজনকে পুলিশ ও বিজিবির লোক বলে প্রতীয়মান হয়। আবুল হাশেম ওই গাড়ি নিয়ে বুধবার সকালে বরকইট উচ্চবিদ্যালয় কেন্দ্রের নির্ধারিত ৪০০ গজের মধ্যে প্রবেশ করেন। এ সময় তাদের আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়।

“পরে ভ্রাম্যমাণ আদালত নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাশেমকে ১০ হাজার টাকা জরিমানা করে। তাছাড় গাড়িচালক মোহাম্মদ আলীকে সাত দিনের কারাদণ্ড দেয় আদালত।”

গাড়িচালক মোহাম্মদ আলী জেলার বরুড়া উপজেলার বাঁশতলি গ্রামের সফিকুল ইসলামের ছেলে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে দেশের ৭০৮ ইউপিতে ভোট চলছে বুধবার সকাল ৮টা থেকে, যা একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।