জয়পুরহাটে ৪ বাইকের সংঘর্ষ, মেয়রের ছেলে নিহত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় চার বাইকের সংঘর্ষে এক মেয়রের কিশোর ছেলে নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও সাতজন।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2022, 12:37 PM
Updated : 4 Jan 2022, 12:37 PM

নিহত হৃদয় হোসেন জেলার কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানার ছেলে।

মঙ্গলবার বিকেলে পাঁচবিবি উপজেলার দরগাপাড়া এলাকায় তারা এই দুর্ঘটনায় পড়েন বলে পাঁচবিবি থানার ওসি পলাশচন্দ্র দেব জানান।

ওসি প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, হৃদয় হোসেনসহ তার কয়েজন বন্ধু দুটি মটরসাইকেলে করে হিলি থেকে জয়পুরহাটের দিকে আসছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা আপর দুটি মটরসাইকেলের সংঘর্ষ হলে তারা ঘটনাস্থলে নিহত হন।

তাছাড়া আহত হন নওগাঁর বদলগাছী উপজেলার নূর মোহাম্মদের ছেলে আল আমিন (৪০), একই উপজেলার সবুজ উদ্দিনের ছেলে মাসুদ রানা (৪০), জয়পুরহাটের কালাই উপজেলার আলামিন (৩০), বনু মিয়ার ছেলে নাজমুল (৩০), ছাদেকুল ইসলামের ছেলে মো. রনি (২০), মোজাফফর হোসেনের ছেলে মো. ছাব্বির (৩০) ও বুলবুল মিয়ার ছেলে নাজমুল (২২)।

খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করান।

পরে তাদের মধ্যে রনি ও আলামিনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি।