রি-এজেন্ট নেই, গাজীপুরে শহীদ তাজউদ্দীন হাসপাতালে বন্ধ পরীক্ষা

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রি-এজেন্ট না থাকায় চার মাস ধরে বন্ধ রয়েছে আট ধরনের পরীক্ষা।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2022, 10:28 AM
Updated : 4 Jan 2022, 11:07 AM

হাসপাতালের টেকনোলজিস্ট মোমেন হোসেন মোল্লা বলেন, রি-এজেন্ট না থাকায় তারা সিরাম ইলেকট্রোলাইট, ট্রপোনিন, টিএসবি, টি-৩, টি-৪, এফএসএইচ, এলএইচসহ গুরুত্বপূর্ণ আটটি পরীক্ষা করতে পারছেন না প্রায় চার মাস ধরে।

বিষয়টি কর্তৃপক্ষকে জানালেও এখনও এ সমস্যার সমাধান হয়নি।

টেকনোলজিস্ট মোমেন বলেন, তারা এখানে ট্রপোনিন পরীক্ষার জন্য ৩০০ টাকা এবং ইলেকট্রোলাইট পরীক্ষার জন্য ২০০ টাকা করে নেন।

“বাইরে এ পরীক্ষার জন্য যথাক্রমে ১৩০০ ও ১২০০ টাকা করে নেওয়া হচ্ছে বলে জেনেছি।”

রি-এজেন্ট কেনার জন্য টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক তপন কান্তি সরকার।