পাবনায় একজনকে হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন

পাবনায় একজনকে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2022, 09:17 AM
Updated : 4 Jan 2022, 09:17 AM

পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আহসান তারেক মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।

একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।

সাজাপ্রাপ্তরা হলেন জেলার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের হাবিবর মুন্সির ছেলে ওয়াশিম মুন্সি (৩৯), গোবিন্দপুর গ্রামের মজিবর রহমানের ছেলে মোস্তফা (৪২), খাজু মণ্ডলের ছেলে মিরাজুল ইসলাম (৪৩) ও ফয়জাল হোসেনের ছেলে শাহাদুল শাহাদৎ (৩৯)।

রায় ঘোষণার সময় শাহাদত ও ওয়াসিম আদালতে ছিলেন। অন্য দুইজন পলাতক।

তাছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার ১৯ আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

২০০৬ সালের ১৯ অক্টোবরে রফিকুল ইসলাম (৩৫) হত্যা মামলায় আদালতের এই রায় আসে।

রফিকুল জেলার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের গোবিন্দপুর মহল্লার শাহজাহান আলীর ছেলে।

মামলার নথি অনুযায়ী, ২০০৬ সালের ১৯ অক্টোবর দুপুরে ঈদুল ফিতর উপলক্ষে পাশের সুন্দরকান্দি গ্রামে শ্বশুরবাড়ি যান রফিকুল। ঈদের আগের রাতে এলাকার অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে ডেকে নিয়ে শ্বাসরোধ করে ও কুপিয়ে হত্যা করা হয় তাকে। পরে ধানক্ষেতে মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পুলিশ গিয়ে সেই মরদেহ উদ্ধার করলে মামলা হয়।

২৫-৩০ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন সাঁথিয়া থানার এসআই আজিজুর রহমান। তদন্ত শেষে পুলিশ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় আদালতে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী দেওয়ান মজনুল হক বলেন, আদালত চারজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন দিয়েছে। তাছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় বাকি ১৯ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

তবে রায়ে সন্তুষ্ট না আসামিপক্ষ।

আসামিপক্ষের আইনজীবী সনৎ কুমার বাবু বলেন, আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করবে। সেখানে দণ্ডপ্রাপ্ত চারজন নিরপরাধ হিসেবে খালাস পাবেন বলে তারা আশা করছেন।