কুমিল্লায় ট্রলারডুবিতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

কুমিল্লার মেঘনা উপজেলায় কাঁঠালিয়া নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2022, 08:38 AM
Updated : 4 Jan 2022, 08:38 AM

দাউদকান্দি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল ১০টা ৩৫ মিনিটে উপজেলার কাঁঠালিয়া নদীর পুরান ভাটেরা এলাকা থেকে শিশুর তামান্না আক্তারের লাশ উদ্ধার করেন তারা।

তামান্না (৭) ঢাকার ডেমরা থানার সুকশি এলাকার ফরিদ মিয়ার মেয়ে।

সোমবার দুপুরে ১৪ যাত্রী নিয়ে কাঁঠালিয়া নদীতে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় তামন্নার দুই বোন আয়েশা আক্তার (১১) ও মরিয়ম আক্তার (৯) এবং তাদের নানি জেলার তিতাস উপজেলার রায়পুর গ্রামের আবদুল মতিন মিয়ার স্ত্রী জুলেখা বেগমের (৫৫) লাশ দুপুরেই উদ্ধার করা হয়েছিল। নিখোঁজ ছিল তামান্না।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাজহারুল বলেন, “নিখোঁজ শিশুটিকে উদ্ধারে আমাদের ডুবুরি দল সোমবার রাত ৮টা পর্যন্ত চেষ্টা করে। কিন্তু তার কোন খোঁজ না পেয়ে অভিযান সমাপ্ত করা হয়। মঙ্গলবার সকাল ১০টায় ফের অভিযান শুরুর পর তার লাশ উদ্ধার করেছি।”

মেঘনা উপজেলার চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু আবদুল্লাহ জানান, নদীর পুরান ভাটেরা অংশে প্রচুর কচুরিপানা এবং মাছের ঘের ছিল। ট্রলারটি সেখানে পৌঁছালে নিচের পাখা খুলে যায় এবং পানি উঠে ট্রলারটি তলিয়ে যায়।

ট্রলারটি উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় ট্রলার চালকের অবহেলা ছিল কি না তদন্ত করা হবে।