গাইবান্ধায় আদিবাসী পল্লি থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি আদিবাসী পল্লি থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2022, 05:55 PM
Updated : 3 Jan 2022, 05:55 PM

সোমবার বিকালে কামদিয়া ইউনিয়নের চুঙ্গুরা গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে উপজেলার বৈরাগীহাট পুলিশ তদন্ত কেন্দের ইনচার্জ এসআই মিলন চ্যাটার্জী জানান।

নিহতরা হলেন- ওই গ্রামের হিরণ মরমুর ছেলে অনিল মরমু (৪০) ও তার স্ত্রী সুমি হেমব্রম (৩৬)।

এসআই মিলন চ্যাটার্জী বলেন, “অনিল মরমুর লাশ বাড়ির শয়নকক্ষে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় এবং সুমির লাশ একই ঘরের বারান্দায় খাটের ওপর পাওয়া গেছে।”

কামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বলেন, “অনিল মরমু প্রায়ই নেশা করে রাতে বাড়ি ফিরতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হতো।”

গোবিন্দগঞ্জ থানার ওসি মো. ইজার উদ্দিন বলেন, এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

এটি হত্যা নাকি আত্মহত্যা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।