খুলনায় নলকূপের পাশে উঠছে গ্যাস

খুলনা নগরীর লবণচরায় একটি গভীর নলকূপের পাশ থেকে প্রাকৃতিক গ্যাস বির হচ্ছে।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2022, 05:32 PM
Updated : 3 Jan 2022, 05:32 PM

সোমবার দুপুরে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গিয়ে লবণচরার কাজীপাড়া জাহাঙ্গীর রাজের বাড়ির এই গ্যাস ওঠা দেখে এসেছেন।

টুটপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম বলেন,

“পাইপ থেকে গ্যাস উঠছে এমন খবর পেয়ে সোমবার দুপুরে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি একটি গভীর নলকূপের পাইপের পাশ দিয়ে গ্যাস বের হচ্ছে। মাটি সরালে গ্যাসের চাপ বেশি হচ্ছে।”

তিনি বলেন, প্রথমে ধারণা হয়েছিল নলকূপের পাইপ বসাতে কাঁচা গোবর দেওয়ার কারণে বায়োগ্যাস বের হচ্ছে। কিন্তু পরে দেখা গেছে এলপি গ্যাসের গন্ধ। স্থানীয়রা ম্যাচ দিয়ে গ্যাসে আগুন ধরিয়ে রান্নাও করেছে।

বাড়ির মালিক জাহাঙ্গীর রাজ বলেন, ১৮-২০ দিন আগে তিনি একটি ৮৭০ ফুট গভীর নলকূপ বসান। প্রথমদিকে শোঁ শোঁ শব্দ হতে থাকে। তখন সবাই বলে বায়োগ্যাস।

“ম্যাচ দিয়ে জ্বালিয়ে দেখি আগুন জ্বলে। পরে গ্যাসে আগুন ধরিয়ে রান্নাও করা হয়।”

সোমবার দুপুরে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ এসে দেখে গেছে বলেও তিনি জানান।

রাজের প্রতিবেশী ইমাম উদ্দিন চৌধুরী বলেন, “খবর শুনে সেখানে গিয়ে দেখি টিউবওয়েলের পাইপের পাশ দিয়ে গ্যাস উঠছে। গ্যাস লাইট জ্বালালে আগুন জ্বলছে।”

গ্যাস দেখতে বিভিন্ন প্রান্ত থেকে উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন রাজের বাড়িতে।