বিদ্যুৎ চালু রেখেই ট্রান্সফর্মার সংযোগ, স্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জ সদর উপজেলায় সঞ্চালন লাইন চালু রেখেই ট্রান্সফর্মার সংযোগ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিক মারা গেছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2022, 03:39 PM
Updated : 2 Jan 2022, 03:39 PM

রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চল মেছড়া ইউনিয়নের তেঘুরি খাসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার এসআই রেজাউল ইসলাম শাহ্ জানান।

নিহত শাহজাহান আলী (৪০) জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পোগলদিঘী ইউনিয়নের মালিপাড়া গ্রামের খুসু ম-লের ছেলে। তিনি ঠিকাদারের হয়ে কাজ করতেন।

জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি সরিষাবাড়ি আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) নুরুল হুদা গণমাধ্যমকে বলনে, “বিদ্যুৎ চালু থাকা অবস্থায় ঠিকাদার নিজস্ব শ্রমিক দিয়ে ট্রান্সফর্মার লাগানো শুরু করেছিল। বিষয়টি অফিস অবগত ছিল না। ফলে সঞ্চালন লাইন বন্ধ করা হয়নি। তাই বিদ্যুৎস্পৃৃষ্টে ওই শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন।” 

ঘটনাস্থল পরিদর্শন করার তথ্য জানিয়ে এসআই রেজাউল ইসলাম শাহ্ জানান, কোনো অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।