সাতক্ষীরার সীমান্তে ২৫টি স্বর্ণের চেইন উদ্ধার, যুবক আটক

সাতক্ষীরার সীমান্ত থেকে পঁচিশটি স্বর্ণের চেইনসহ এক ব্যক্তি ধরা পড়েছেন, যাকে চোরা কারবারি বলছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2022, 05:09 PM
Updated : 1 Jan 2022, 05:09 PM

কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত থেকে শনিবার তাকে আটক করা হয় বলে বিজিবি জানিয়েছে।

আটক মো. হুমায়ূন কবীর (৪০) কলারোয়ার গাড়াখালী গ্রামের আব্দুল গফুরের ছেলে ছেলে। 

৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল মাহমুদ জানান, কাকডাঙ্গা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আ ফ ম ওসমানীর নেতৃত্বে একটি দল সীমান্ত থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বটতলা এলাকায় অস্থায়ী চেক পোস্ট বসিয়ে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।

“অভিযানকালে পরিচালনাকালে টহলদল যানবাহন তল্লাশি করে ভারত থেকে বাংলাদেশে পাচারের প্রাক্কালে ২৫টি স্বর্ণের গহনা (নেকলেস) এবং একটি মোটরসাইকেলসহ এক চোরাকারবারীকে আটক করে।”

মাহমুদ আরও জানান, আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং স্বর্ণের গহনা সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।