সঙ্গের পাঁচ শিশু সাঁতরে উঠলেও দুই শিশু ডুবে যায়। পরে ডুবুরিরা এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
সদর উপজেলার তুলারামপুরে নড়াইল-যশোর সড়কে তারা হতাহত হন বলে নড়াইল থানার ওসি শওকত কবির জানান।
নিহত শতদল হাওলাদার (৩০) সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের দুর্বাজুড়ি গ্রামের সম্পদ হাওলাদারের ছেলে।
আহত প্রবীর বিশ্বাস (৪৫) একই গ্রামের টিকেন বিশ্বাসের ছেলে। মুলিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য তিনি।
ওসি প্রত্যক্ষদর্শীদের বরাতে বলেন, শুক্রবার সন্ধ্যায় শতদল হাওলাদার তুলারামপুর বাজার থেকে ধান মাড়াইয়ের গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। প্রবীর তার সঙ্গে ছিলেন। পথে পেছন থেকে এসে ট্রাকটি তাদের ধাক্কা দেয়। এতে দুইজনই আহত হন। তাদের নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শতদলকে মৃত ঘোষণা করেন।
প্রবীরকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে ওসি বলেন, পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে।