মাদারীপুরে গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে নির্মিত হলো কাঠের সাঁকো

মাদারীপুরের কালকিনি উপজেলায় একটি খালের উপর স্বেচ্ছাশ্রমে কাঠের সাঁকো নির্মাণ করেছে গ্রামবাসী।

মাদারীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2021, 04:19 PM
Updated : 31 Dec 2021, 04:19 PM

বাঁশগাড়ী ইউনিয়নের উড়ারচর গ্রামের খালে সাঁকোটি নির্মিত হওয়ায় ওই ইউনিয়ন ও পাশের লক্ষ্মীপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষের চলাচলের সুবিধা হয়েছে বলে গ্রামবাসী জানান।

উড়ারচর গ্রামের বাসিন্দা ও বাঁশগাড়ী ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান সুমনের ভাই রাজন বলেন, “গ্রামবাসীর স্বেচ্ছাশ্রম ও চেয়ারম্যান মুস্তাফিজুরের আর্থিক সহযোগিতায় কাঠের সাঁকোটি তৈরি করা হয়েছে।”

খালটির উপর একটি পাকা সেতু নির্মাণের দাবি জানান তিনি।

একই গ্রামের আরেক বাসিন্দা মুরাদ আহমেদ বলেন, “এখানে ব্রিজ না থাকায় অনেক কষ্ট করে খাল পাড় হতে হতো। সাঁকোটি নির্মাণ হওয়ায় আমরা অনেক খুশি।”

বাঁশগাড়ী ইউপির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, “শিক্ষার্থী ও পথচারীদের চলাচলের সুবিধার জন্য কাঠের এই সাঁকো নির্মাণ করে দেওয়া হয়েছে।

“এখানে যেন একটি ব্রিজ নির্মাণ করা হয় সে বিষয়ে চেষ্টা করে যাব।”