‘যান্ত্রিক ত্রুটি’, লক্ষ্মীপুর থেকে ১৫ ঘণ্টা পর উড়ল হেলিকপ্টার

‘যান্ত্রিক ত্রুটি’ দেখা দেওয়ায় লক্ষ্মীপুরে ফসলের মাঠে জরুরি অবতরণের ১৫ ঘণ্টা পর একটি হেলিকপ্টার আবার ফিরে গেছে।

লক্ষ্মীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2021, 06:03 AM
Updated : 31 Dec 2021, 06:03 AM

সদর থানার ওসি মো. জসীম উদ্দীন জানান, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে স্কয়ার এয়ার লিমিটেডের এই হেলিকপ্টারটি তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধারমানিক গ্রামে অবতরণ করে।

হেলিকপ্টার দেখতে ভিড় করে আশপাশের কৌতূহল লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের নিরাপত্তার ব্যবস্থা করে।

আঁধারমানিক গ্রামটি সদর উপজেলায় হলেও কমলনগর থানার কাছে।

কমলনগর থানার ওসি মোসলেহ উদ্দিন হেলিকপ্টারের পাইলটের বরাতে বলেন, কপ্টারটি ঢাকা থেকে নোয়াখালীর হাতিয়া গিয়েছিল। সেখান থেকে ঢাকায় ফেরার পথে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে ফসলের মাঠে জরুরি অবতরণ করে। হেলিকপ্টারে তিনজন যাত্রী ছিলেন। তারা বাসে করে ফিরে যান।

মেরামত শেষে শুক্রবার সকাল ১০টার দিকে হেলিকপ্টারটি উড়ে গেছে বলে ওসি মোসলেহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

এ বিষয়ে কপ্টারের পাইলট মো. কামাল হোসেন কোনো কথা বলতে রাজি হননি। স্কয়ার এয়ারের কোনো কর্মকর্তার বক্তব্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানতে পারেনি।