ফরিদপুরে হয়ে গেল ৪ দিনের চিত্রকলা প্রদর্শনী

ফরিদপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চার দিনব্যাপী চিত্রকলা প্রদর্শনী হয়েছে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2021, 11:54 AM
Updated : 30 Dec 2021, 12:11 PM

ফরিদপুর ফাইন আর্টস সোসাইটির উদ্যোগে শহরের দক্ষিণ ঝিলটুলি শিশু একাডেমি মিলনায়তনে বুধবার রাতে প্রদর্শনীটি সমাপ্ত হয়।

সোসাইটির সভাপতি শিল্পী সাজেদুল ইসলাম তাতা জানান, ফরিদপুর, ঢাকা ও কলকাতার ২২ জন শিল্পীর ৫০টি ছবি প্রদর্শনীতে অংশ নেয়। এতে স্বাধীনতা যুদ্ধ, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, যাপিত জীবন, পদ্মা নদীর বিভিন্ন রূপ, জীবন ও প্রকৃতির চিত্র তুলে ধরা হয়েছে।

প্রদর্শনী দেখতে আসা আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কাশেম বলেন, “এবারের আয়োজন বেশ আকর্ষণীয়। এর ব্যাপকতা যেন আরও বৃদ্ধি পায়।”

প্রদর্শনীতে অংশ নেওয়া চিত্রশিল্পীদের একজন রাহুল ব্যানার্জি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তার দুটি ছবি এখানে স্থান পেয়েছে। একটি বঙ্গবন্ধুকে নিয়ে, অন্যটি পদ্মাপারের জীবন নিয়ে।

“এই আয়োজনে আমি বেশ খুশি।”

প্রদর্শনীতে দর্শনার্থীদের ভালো সাড়া পাওয়া গেছে বলে ফরিদপুর ফাইন আর্টস সোসাইটির শিল্পী এজাজ এ কবির জানিয়েছেন।

এ বিষয়ে ফরিদপুরের ডিসি অতুল সরকার বলেন, “সুস্থ ধারার এই সাংস্কৃতিক চর্চা সমাজকে আরও বেগবান করবে। এ ধরনের প্রদর্শনী এই জেলাকে আরও সমৃদ্ধ করবে।”