ময়মনসিংহ বোর্ডে মাধ্যমিকে পাসের হার ৯৭.৫২ শতাংশ

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় এবার পাস করেছে ৯৭ দশমিক ৫২ শতাংশ শিক্ষার্থী।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2021, 10:37 AM
Updated : 30 Dec 2021, 10:37 AM

বোর্ডের চেয়ারম্যান গাজী হাসান কামাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে হয়েছে, এ বোর্ডে এ বছর পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৩০ হাজার ৮৬৩ জন, যাদের মধ্যে পাস করেছে এক লাখ ২৭ হাজার ৬১৮ জন। শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ৩১৬। এবার এক হাজার ২৯২টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে কেউ পাস করেনি এমন কোনো প্রতিষ্ঠান নেই।

এবার ছাত্রদের মধ্যে পাস করেছে ৬৪ হাজার ৭৫৩ জন।ছাত্রদের মধ্যে হার ৯৬ দশমিক ৮১। ছাত্রীদের মধ্যে পাস করেছে ৬২ হাজার ৮৬৫ জন। ছাত্রীদের মধ্যে পাসের হার ৯৮ দশমিক ২৭।

বিজ্ঞান শাখায় পাসের হার ৯৭ দশমিক ৯০ শতাংশ, মানবিক শাখায় ৯৭ দশমিক ৮৮ আর ব্যবসায় শিক্ষায় পাস করেছে ৯৩ দশমিক ৭০ শতাংশ।

বোর্ডের চার জেলার মধ্যে নেত্রকোণায় পাসের হার ৯৮ দশমিক ৪৯ শতাংশ, জামালপুরে ৯৭ দশমিক ৪৩ শতাংশ, ময়মনসিংহে ৯৭ দশমিক ৩৩ শতাংশ আর শেরপুরে ৯৭ শতাংশ।