বরিশালে পাসের হার ৯০.১৯ শতাংশ, এগিয়ে মেয়েরা

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এ বছর মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৯০ দশমিক ১৯ শতাংশ। জিপি‌এ-৫ পেয়েছে ১০ হাজার ২১৯ জন।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2021, 09:04 AM
Updated : 30 Dec 2021, 09:48 AM

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণকুমার গাইন বৃহস্পতিবার বেলা ১১টায় ফল জানান।

তিনি বলেন, এ বছর এ বোর্ডে এক লাখ ১৩ হাজার ছয়জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্য থেকে পাস করেছে এক লাখ এক হাজার ৯১৭ জন। ছেলেদের মধ্যে ৫১ হাজার ৪৬৩ জন এবং মেয়েদের মধ্যে ৫০ হাজার ৪৫৪ জন পাস করে। তবে পাসের হার ও জিপিএ-৫ পেয়েছে মেয়েরা বেশি। তাদের পাসের হার ৯১ দশমিক ২৫ শতাংশ এবং ছেলেদের পাসের হার ৮৯ দশমিক ১৭ শতাংশ। মেয়েরা জিপিএ-৫ পেয়েছে ছয় হাজার ২১৫ জন, বিপরীতে ছেলেরা পেয়েছে চার হাজার চারজন।

অরুণকুমার বলেন, বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ পাসের হার ৯২ দশমিক ৬৪ শতাংশ, ব্যবসায় শিক্ষা বিভাগে ৯২ দশমিক ১৫ শতাংশ এবং মানবিক বিভাগে পাসের হার ৮৮ দশমিক ৭২ শতাংশ।