মাধ্যমিকে কুমিল্লায় এগিয়ে মেয়েরা, মোট পাস ৯৬.২৭ শতাংশ

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার মাধ্যমিকে পাসের হার হয়েছে ৯৬.২৭ শতাংশ। ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে মেয়েরা।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2021, 06:54 AM
Updated : 30 Dec 2021, 06:54 AM

পরীক্ষায় অংশ নেওয়া দুই লাখ ১৯ হাজার ৭০৪ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬২৬ জন।

বৃহস্পতিবার বেলা ১১টায় কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আসাদুজ্জামান এসব তথ্য জানান।

আসাদুজ্জামান বলেন, তার বোর্ডে দুই লাখ ১৯ হাজার ৭০৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছে দুই লাখ ১১ হাজার ৫০৩ জন। তাদের মধ্যে ছাত্র ৯৫ হাজার ৮৮৯ জন আর ছাত্রী এক লাখ ২৩ হাজার ৮১৫ জন। অর্থাৎ ছেলেদের চেয়ে মেয়ের সংখ্যা ২৭ হাজার ৯২৬ জন বেশি।

মোট এক হাজার ৭৫৫ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছে ৩৫৫টির শিক্ষার্থীরা।

বিজ্ঞান বিভাগে পরীক্ষায় অংশ নিয়েছে ৫৪ হাজার, পাস করেছে ৫৩ হাজার ৪০২ জন। পাসের হার ৯৮.৮৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৩৪ জন। মানবিকে ৮৬ হাজার ৫৩৫ অংশ নিয়ে পাস করে ৮৩ হাজার ২১৪ জন। পাসের হার ৯৬.১৬ শতাংশ। জিপিএ-৫ পায় ৫০৯ জন। আর  বাণিজ্য বিভাগে পরীক্ষায় অংশ নেয় ৭৯ হাজার ১৬৯ জন, পাস করে ৭৪ হাজার ৮৮৭ হন। পাসের হার ৯৪.৫৯ শতাংশ। জিপিএ-৫ পায় এক হাজার ১০৩জন।

গত ১৪ নভেম্বর সারা দেশে একযোগে এই পাবলিক পরীক্ষা শুরু হয়। করোনাভাইরাস পরিস্থিতিতে দীর্ঘদিন শ্রেণিতে পাঠদান না হওয়ায় সংক্ষিপ্ত সিলেবাসে হয় এ পরীক্ষা।