চুয়াডাঙ্গায় বিজিবির ‘সোর্সকে’ গুলি করে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদায় গভীর রাতে ঘরের জানালা দিয়ে গুলি করে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে, যিনি সীমান্তরক্ষী বাহিনীর একজন ‘সোর্স’ হিসেবে কাজ করতেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2021, 04:28 AM
Updated : 29 Dec 2021, 04:28 AM

মঙ্গলবার রাত ৩টার দিকে দামুড়হুদার নাস্তিপুর গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে বলে দর্শনা থানার এসআই মাহবুলুল হাসান জানান।

প্রতীকী ছবি

নিহত হযরত আলী (৫৫) নাস্তিপুর গ্রামের মৃত রহিছ উদ্দিনের ছেলে। তিনি মাঝেমধ্যে ‘সীমান্ত এলাকার তথ্য দিয়ে’ বিজিবিকে সহযোগিতা করতেন বলে চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামানের ভাষ্য।

এসআই মাহবুলুল হাসান বলেন, “হযরত আলী রাতে নিজের বাড়িতে ঘুমিয়ে ছিল। খুনি জানালা দিয়ে তাকে গুলি করে পালিয়ে যায়। আহত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে রাত ৩টার দিকে তিনি মারা যান আলী “

আলীর লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে; ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।