ঝালকাঠিতে সুগন্ধায় আরও এক লাশ, পোড়া লঞ্চের বলে ধারণা
ঝালকাঠি প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Dec 2021 10:41 AM BdST Updated: 28 Dec 2021 01:27 PM BdST
ঝালকাঠিতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডের পঞ্চম দিনে সুগন্ধা নদীতে আরও একজনের মরদেহ ভেসে উঠেছে।
৩০ থেকে ৩৫ বছর বয়সী এই ব্যক্তির মরদেহ এখনও কেউ শনাক্ত করতে পারেননি বলে জানিয়েছেন ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো শফিকুল ইসলাম।
তিনি বলেন, ঝালকাঠি লঞ্চঘাট এলাকায় সুগন্ধা নদীর মাঝখানে মঙ্গলবার সকালে মরদেহটি ভেসে ওঠে।
“মরদেহটির মুখ পোড়া। এ কারণে পোড়া লঞ্চের যাত্রীর বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসকর্মীরা।”
সোমবার সকালে ঝালকাঠির বিশখালী নদীর নাপিতের খাল এলাকা থেকে আনুমানিক ৩৫ বছরের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
শুক্রবার ভোরের দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চটিতে আগুন লাগলে বহু যাত্রী পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। প্রাণ যায় তিন ডজনের বেশি মানুষের। তাছাড়া দগ্ধ হয়ে হাসপাতালে আছেন অর্ধশতাধিক।
অনেকে সাঁতার না জেনেও সেদিন পানিতে ঝাঁপ দিয়েছেন বলে খবর এসেছে গণমাধ্যমে। তাদের কতজন সাঁতরে তীরে উঠতে পেরেছেন তার পরিসংখ্যান পাওয়া যায়নি।
ঝালকাঠি পুলিশে ‘নিখোঁজ’ ৪১ জনের সন্ধান চেয়েছেন তাদের স্বজনরা। ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটি ৫১ ‘নিখোঁজ’ যাত্রীর তালিকা তৈরি করেছে। তবে এই ৫১ জনের মধ্যে ওই ৪১ জনের কেউ আছেন কিনা সে তথ্য এখনও পাওয়া যায়নি।
ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে ঝালকাঠির সুগন্ধায় লঞ্চটিতে যখন আগুন লাগে, শীতের রাতে অধিকাংশ যাত্রী ঘুমাচ্ছিলেন। দুই তলার বন্ধ কেবিনে যারা ঘুমাচ্ছিলেন, তাদের অনেকের বের হওয়ারও সুযোগ হয়নি। সেই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের সময় লাগে প্রায় তিন ঘণ্টা।
আরও পড়ুন:
ঝালকাঠিতে লঞ্চে আগুন: তিন সন্তান আর বাবা-মাকে খুঁজে বেড়াচ্ছেন বরগুনার ফাতেমা
ঝালকাঠির নদীতে অজ্ঞাতপরিচয় লাশ, পোড়া লঞ্চের বলে ধারণা
লঞ্চে আগুন: বিয়ের বাজার নিয়ে নিখোঁজ বাবা-মা-ভাই
লঞ্চে আগুন: লাশ দেখে চেনার উপায় নেই
লঞ্চে আগুন: বরগুনায় ৯ লাশ শনাক্ত, বাকিরা গণকবরে
পুড়ে যাওয়া লঞ্চে তদন্ত কমিটির সদস্যরা
বরিশাল মেডিকেলের বার্ন ইউনিট কতটা জরুরি ছিল, বোঝা যাচ্ছে এখন
অভিযান-১০: ইঞ্জিন রুমে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছিল, মেলেনি উত্তর
পোড়া লঞ্চ থেকে বেঁচে ফেরাদের বর্ণনায় সুগন্ধা ট্র্যাজেডি
লঞ্চে আগুন: গতি বাড়াতে চলতি মাসেই লাগে ইঞ্জিন
লঞ্চের আগুনে দগ্ধদের আরও দুজন হেলিকপ্টারে ঢাকায়
লঞ্চে আগুন: আহতদের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর
-
পাবনায় হত্যার দায়ে এক নারীর যাবজ্জীবন
-
পন্টুনে কার্গোর ধাক্কা, নৌকায় লোহার খুঁটি পড়ে মাঝি নিহত
-
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের অজগরটি আবারও ডিম দিয়েছে
-
ইমরানের বিদ্রোহ: ‘পাত্তা দিচ্ছেন না’ রিফাত
-
ফরিদপুরে কভার্ড ভ্যান দুর্ঘটনায় সার্জেন্ট নিহত
-
মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
-
আখাউড়া বন্দরে সার্ভার অকেজো, খাতায় লেখা হচ্ছে তথ্য
-
লক্ষ্মীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: স্বামীর যাবজ্জীবন
- ধ্বংস্তূপে দাঁড়িয়ে লিটন-মুশফিকের সেঞ্চুরি ও রেকর্ড জুটি
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- ঢাকায় গড়া ৬৩ বছর আগের রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন
- ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল
- দণ্ড নিয়ে হাজি সেলিম কারাগারে, এমপি পদের কী হবে?
- মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
- ‘মুজিব’ চলচ্চিত্রের বাজেট ৮৩ কোটি টাকা: বিএফডিসি