চৌহালীতে নির্বাচনী সংঘর্ষে আহত এক জনের মৃত্যু

সিরাজগঞ্জের চৌহালীতে ভোটের দিন দুই সদস্য প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত এক জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2021, 01:52 PM
Updated : 27 Dec 2021, 01:52 PM

চৌহালী থানার ওসি রফিকুল ইসলাম জানান, সোমবার দুপুরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত জাকির হোসেন মোল্লা (৫০) চৌহালীর খাষকাউলিয়া ইউনিয়নের কুরকী গ্রামের মৃত বারেক মোল্লার ছেলে। তার ছোট ভাই জাহাঙ্গীর মোল্লা খাষকাউলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন।

এ ঘটনার পর আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুল হাকিমকে আটক করেছে পুলিশ। এরা দুইজনই নির্বাচনে পরাজিত হয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ৪র্থ ধাপের নির্বাচনে রোববার খাষকাউলিয়া ইউনিয়নের কুরকী ভোট কেন্দ্রে সদস্য প্রার্থী জাহাঙ্গীর হোসেন মোল্লা ও আব্দুল হাকিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে জাহাঙ্গীর মোল্লার বড় ভাই জাকির হোসেন মোল্লাসহ পাঁচ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেসে ভর্তি করা হয়।

“এদের মধ্যে জাকির হোসেন মোল্লার অবস্থার অবনতি হলে রাতেই তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যান তিনি।”

এ ঘটনায় পর পরাজিত আরেক সদস্য প্রার্থী আব্দুল হাকিমকে আটক করা হয়েছে বলে ওসি জানান।

পুলিশ জানিয়েছে, জাকির হোসেন মোল্লার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

রোববারের ভোটের দিন ঠাকুরগাঁও, পটুয়াখালী ও সিলেটে নির্বাচনী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।