পটুয়াখালীতে ভোটের পর সংঘর্ষ, গুলিতে একজনের মৃত্যু
পটুয়াখালী প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Dec 2021 11:39 AM BdST Updated: 27 Dec 2021 11:39 AM BdST
পটুয়াখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট পুনরায় গণনা নিয়ে দুইপক্ষের সংঘর্ষের সময় গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।
নিহত আবদুল খালেক (৫২) জেলার রাঙ্গাবালী উপজেলার নয়ারচর গ্রামের হাফেজ মিস্ত্রির ছেলে।
রোববার সন্ধ্যায় চরমোন্তাজ ইউনিয়নে নয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি মারা যান বলে চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. মিজানুর রহমান জানান।
স্থানীয়দের ভাষ্য, ভোট শেষে গণনার পর ৮ নম্বর ওয়ার্ডে সদস্য প্রার্থী মো. আলমগীর মালকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিপক্ষ মো. জিয়াউর রহমানের সমর্থকরা ভোট পুনরায় গণনার দাবি জানান। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কেন্দ্রের মধ্যেই দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলি করেন। সংঘর্ষের সময় আবদুল খালেক গুলিবিদ্ধ হয়ে মারা যান।
তবে পুলিশ বলছে আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে তার মৃত্যু হয়নি।
এসআই মিজান বলেন, “ঘটনাস্থলে উপস্থিত আনসার, বিজিবি, পুলিশ ও র্যাব সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড গুলি চালান। তবে মিজানের শরীরে যে দুটি গুলির চিহ্ন রয়েছে তা দেখে বোঝা যাচ্ছে আমাদের ফোর্সের গুলি না।”
অধিকতর তদন্তের জন্য লাশের ময়নাতদন্ত করতে পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বিজয়ী ঘোষিত সদস্য প্রার্থী মো. আলমগীর মাল বলেন, “ভোট গণনা শেষে আমাকে বিজয়ী ঘোষণা করলে আমি চলে আসি। পরে শুনেছি সংঘর্ষ হয়েছে। গুলিতে একজন মারা গেছে।”
তিনি এর বেশি কিছু বলতে চাননি। কী নিয়ে উত্তেজনা সে সম্পর্কেও তিনি কিছু বলতে চাননি।
পরাজিত প্রার্থী মো. জিয়াউর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে।
রোববার দেশের ৮৩৬ ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়। তাতে জয়-পরাজয়ের দ্বন্দ্বে বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়; মারা যান অন্তত তিনজন।
-
পাবনায় হত্যার দায়ে এক নারীর যাবজ্জীবন
-
পন্টুনে কার্গোর ধাক্কা, নৌকায় লোহার খুঁটি পড়ে মাঝি নিহত
-
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের অজগরটি আবারও ডিম দিয়েছে
-
ইমরানের বিদ্রোহ: ‘পাত্তা দিচ্ছেন না’ রিফাত
-
ফরিদপুরে কভার্ড ভ্যান দুর্ঘটনায় সার্জেন্ট নিহত
-
মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
-
আখাউড়া বন্দরে সার্ভার অকেজো, খাতায় লেখা হচ্ছে তথ্য
-
লক্ষ্মীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: স্বামীর যাবজ্জীবন
- ধ্বংস্তূপে দাঁড়িয়ে লিটন-মুশফিকের সেঞ্চুরি ও রেকর্ড জুটি
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- ঢাকায় গড়া ৬৩ বছর আগের রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন
- ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
- লিটনের ধ্রুপদী সেঞ্চুরি, মুশফিকের মাস্টারক্লাস
- দণ্ড নিয়ে হাজি সেলিম কারাগারে, এমপি পদের কী হবে?
- মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল