ঝালকাঠির নদীতে অজ্ঞাতপরিচয় লাশ, পোড়া লঞ্চের বলে ধারণা
ঝালকাঠি প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Dec 2021 10:36 AM BdST Updated: 27 Dec 2021 10:36 AM BdST
-
ঝালকাঠির দিয়াকুল এলাকায় সুগন্ধা নদীর তীরে ভেড়ানো আগুনে পুড়ে যাওয়া লঞ্চ অভিযান-১০। মাঝ রাতে লাগা আগুনে প্রায় সম্পূর্ণ পুড়ে গেছে তিনতলা লঞ্চটি।
ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিশখালি নদীতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ পাওয়া গেছে।
মরদেহে পোড়া দাগ রয়েছে বলে জানিয়েছেন রাজাপুর থানার ওসি পুলকচন্দ্র রায়।
সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামের নাপিতেরহাট এলাকায় নদীতে লাশটি দেখতে পান স্থানীয়রা।
তার বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। পরনে রয়েছে কালো ফুলহাতা সোয়েটার ও কালো চেক লুঙ্গি। গায়ের রং ফরসা। মুখে আছে হালকা দাড়ি-মোচ।
ওসি পুলকচন্দ্র বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি। মরদেহটি লঞ্চের নিখোঁজ হাওয়া যাত্রীর হতে পারে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।
“মরদেহে পোড়া দাগ রয়েছে। এবং ফুলে উঠেছে।”
শুক্রবার ভোরের দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘এমভি অভিযান-১০’ লঞ্চে আগুন লাগলে বহু যাত্রী পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। প্রাণ যায় তিন ডজনের বেশি মানুষের। তাছাড়া দগ্ধ হয়ে হাসপাতালে আছেন অর্ধশতাধিক।
অনেকে সাঁতার না জেনেও সেদিন অন্যদের ভরসায় পানিতে ঝাঁপ দিয়েছেন বলে খবর এসেছে গণমাধ্যমে। তাদের কতজন সাঁতরে তীরে উঠতে পেরেছেন তার পরিসংখ্যান পাওয়া যায়নি।
ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে লঞ্চটিতে যখন আগুন লাগে, শীতের রাতে অধিকাংশ যাত্রী ঘুমাচ্ছিলেন। দুই তলার বন্ধ কেবিনে যারা ঘুমাচ্ছিলেন, তাদের অনেকের বের হওয়ারও সুযোগ হয়নি। সেই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের সময় লাগে প্রায় তিন ঘণ্টা।
-
পাবনায় হত্যার দায়ে এক নারীর যাবজ্জীবন
-
পন্টুনে কার্গোর ধাক্কা, নৌকায় লোহার খুঁটি পড়ে মাঝি নিহত
-
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের অজগরটি আবারও ডিম দিয়েছে
-
ইমরানের বিদ্রোহ: ‘পাত্তা দিচ্ছেন না’ রিফাত
-
ফরিদপুরে কভার্ড ভ্যান দুর্ঘটনায় সার্জেন্ট নিহত
-
মুন্সীগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫
-
আখাউড়া বন্দরে সার্ভার অকেজো, খাতায় লেখা হচ্ছে তথ্য
-
লক্ষ্মীপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা: স্বামীর যাবজ্জীবন
- ধ্বংস্তূপে দাঁড়িয়ে লিটন-মুশফিকের সেঞ্চুরি ও রেকর্ড জুটি
- শেষদিনের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি
- ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরলেন মোসাদ্দেক-এনামুল-সাইফ
- ঢাকায় গড়া ৬৩ বছর আগের রেকর্ড ভাঙলেন মুশফিক-লিটন
- ভারত টি-টোয়েন্টি দলে উমরান, ফিরলেন পান্ডিয়া-কার্তিক
- লিটনের ধ্রুপদী সেঞ্চুরি, মুশফিকের মাস্টারক্লাস
- দণ্ড নিয়ে হাজি সেলিম কারাগারে, এমপি পদের কী হবে?
- মুস্তাফিজকে নিয়েই উইন্ডিজ সফরের টেস্ট দল
- সাকিবের কোম্পানিকে বিএসইসির নোটিস
- রিজার্ভ আবার ৪২ বিলিয়ন ডলার ছাড়াল