ঝালকাঠির নদীতে অজ্ঞাতপরিচয় লাশ, পোড়া লঞ্চের বলে ধারণা

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিশখালি নদীতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ পাওয়া গেছে।

ঝালকাঠি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2021, 04:36 AM
Updated : 27 Dec 2021, 04:36 AM

মরদেহে পোড়া দাগ রয়েছে বলে জানিয়েছেন রাজাপুর থানার ওসি পুলকচন্দ্র রায়।

সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামের নাপিতেরহাট এলাকায় নদীতে লাশটি দেখতে পান স্থানীয়রা।

তার বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর। পরনে রয়েছে কালো ফুলহাতা সোয়েটার ও কালো চেক লুঙ্গি। গায়ের রং ফরসা। মুখে আছে হালকা দাড়ি-মোচ।

ওসি পুলকচন্দ্র বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি। মরদেহটি লঞ্চের নিখোঁজ হাওয়া যাত্রীর হতে পারে বলে প্রাথমিক ধারণা করছে পুলিশ।

“মরদেহে পোড়া দাগ রয়েছে। এবং ফুলে উঠেছে।”

শুক্রবার ভোরের দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে ‘এমভি অভিযান-১০’ লঞ্চে আগুন লাগলে বহু যাত্রী পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। প্রাণ যায় তিন ডজনের বেশি মানুষের। তাছাড়া দগ্ধ হয়ে হাসপাতালে আছেন অর্ধশতাধিক।

অনেকে সাঁতার না জেনেও সেদিন অন্যদের ভরসায় পানিতে ঝাঁপ দিয়েছেন বলে খবর এসেছে গণমাধ্যমে। তাদের কতজন সাঁতরে তীরে উঠতে পেরেছেন তার পরিসংখ্যান পাওয়া যায়নি।  

ঢাকা থেকে বরগুনা যাওয়ার পথে লঞ্চটিতে যখন আগুন লাগে, শীতের রাতে অধিকাংশ যাত্রী ঘুমাচ্ছিলেন। দুই তলার বন্ধ কেবিনে যারা ঘুমাচ্ছিলেন, তাদের অনেকের বের হওয়ারও সুযোগ হয়নি। সেই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের সময় লাগে প্রায় তিন ঘণ্টা।