নৌকার এজেন্ট ভোটের আগের রাতে কেন্দ্রে, সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

সিরাজগঞ্জের কামারখন্দ উপেজলার রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীর প্রধান এজেন্ট ভোটের আগের রাতে এক কেন্দ্রে গিয়ে প্রিজাইডিং কর্মকর্তার সাথে সাক্ষাত করার পর তাকে সতর্ক করেছেন রির্টানিং কর্মকর্তা।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2021, 04:54 AM
Updated : 26 Dec 2021, 10:51 AM

শনিবার রাতে রায়দৌলতপুর ইউনিয়নের বারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে রির্টানিং কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুন নাহার জানান।

তিনি বলেন, নৌকার প্রার্থীর প্রধান এজেন্ট উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা প্রিজাইডিং অফিসারের সাথে সাক্ষাত করেছেন বলে সন্ধ্যার পর অভিযোগ পান তিনি। 

“রাতে ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পাওয়ায় তাকে সর্তক করা হয়েছে, কারণ ভোটের আগের রাতে তিনি এটা করতে পারেন না।”

এ ইউনিয়নে চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের মোক্তেল হোসেন অভিযোগ করেন, কেবল বারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নয়, আরও কয়েকটি কেন্দ্রে গিয়ে ভোটের আগের রাতে ‘প্রভাব বিস্তার এবং অনৈতিক সুবিধা নেওয়ার’ চেষ্টা করেন নৌকার এজেন্ট।

অভিযোগ অস্বীকার করে নৌকার প্রধান এজেন্ট সেলিম রেজা বলেন, “আমি তো প্রধান এজেন্ট, কেন্দ্রে কেন্দ্রে গিয়ে সার্বিক খোঁজ খবর নিয়েছি। কোনো প্রিজাইডিং অফিসারকে অনৈতিক প্রস্তাব দেওয়া হয়নি।”

এ বিষয়ে প্রশ্ন করলে বারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা রেজাউল করিম বলেন, “তারা তিনজন খোঁজ খবর নেওয়ার জন্য কেন্দ্রে এসেছিলেন, কোনো অনৈতিক প্রস্তাব দেননি।”

এ ইউনিয়ন পরিষদে নৌকার প্রার্থী ছাড়াও আরও পাঁচজন স্বতন্ত্র হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রোববার কামারখন্দ উপজেলার চারটি ইউপিতে ভোট হচ্ছে।