চার কেজি সোনার বার আটক চুয়াডাঙ্গার সীমান্তে

চুয়াডাঙ্গার সীমান্ত এলাকা থেকে চার কেজি সোনার বার আটক করেছে বিজিবি।

চুয়াডাঙ্গা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2021, 04:02 PM
Updated : 24 Dec 2021, 04:02 PM

শুক্রবার সকালে সীমান্তের রামনগর এলাকায় এই অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছে।

চুয়াডাঙ্গা ৬-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদ পেয়ে বারাদী বিওপির নায়েক মো. জুলহাস উদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান চালায়।

“রামনগর গ্রামের ৭৮ নম্বর মেইন পিলার থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ঈদগা মাঠের কাছে পরিত্যক্ত অবস্থায় ৩৪২.৯৪ ভরি [চার কেজি] সোনার বার আটক করা হয়।”

জব্দ করা সোনার মূল্য দুই কোটি সাতাশ লাখ টাকা এবং এগুলো ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

এ ব্যাপারে দর্শনা থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।