বান্দরবানে শিশু সাংবাদিকতায় ২ দিনের কর্মশালা শুরু
বান্দরবান প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Dec 2021 08:51 PM BdST Updated: 23 Dec 2021 08:51 PM BdST
বান্দরবানে শিশু সাংবাদিকতায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
জেলা শহরের একটি হোটেলে বৃহস্পতিবার সকালে এ কর্মশালার উদ্বোধন করেন পুলিশ সুপার জেরিন আক্তার।
ইউনিসেফের সহযোগিতায় হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম আয়োজিত এ কর্মশালায় বান্দরবান শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।

“পাঠ্যপুস্তকের পাশাপাশি শিশুদের ছড়া, কবিতা ও গল্পের বই পড়তে হবে। ঠাকুরমার ঝুলির মতো বই পড়ার মাধ্যমে শিশুরা স্বপ্ন দেখা শুরু করবে এবং নানান বিষয় জানার আগ্রহ তৈরি হবে।”
শিশুদের অনেক ভালো কিছু করার প্রতিভা রয়েছে উল্লেখ করে তিনি বড়দের প্রতি শিশুদের পাশে থেকে সহযোগিতা দেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে অনন্যা কল্যাণ সংগঠনের নির্বাহী পরিচালক ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের বান্দরবান জেলার সভাপতি ডনাইপ্রু নেলী বলেন, “শহরের রাস্তাঘাটে অনেক পথশিশু রয়েছে। তাদের নিয়ে শিশু সাংবাদিকদের অনেক কাজ করার আছে।”

উদ্বোধন শেষে প্রশিক্ষণ পর্বের শুরুতে সাংবাদিকতার মৌলিক ধারণা বিষয়ে প্রশিক্ষণ দেন প্রথম আলোর বান্দরবান প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা। শিশু আইন ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ দেন জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরে উপ-পরিচালক আতিয়া চৌধুরী।
পরে শিশু সাংবাদিকতার বিষয়ে প্রশিক্ষণ দেন হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাল্টিমিডিয়ার সহযোগী প্রযোজক আফরিন মিম।
-
‘সাড়ে ৫ কোটি টাকার’ ক্রিস্টাল মেথ ও ইয়াবাসহ যুবক আটক
-
আমদানির খবরে ফরিদপুরে পেঁয়াজের দরপতন
-
ঈদযাত্রার পথে মা-মেয়ের মৃত্যু, বাবা-ছেলে হাসপাতালে
-
‘ঈদ মৌসুমে এত কম সময়ে আসা যাবে, ভাবতেই পারিনি’
-
কুমিল্লায় জামায়াতের কাউন্সিলরকে হত্যা মামলায় ফাঁসানোর অভিযোগ
-
বন্যা: নেত্রকোণায় ডায়রিয়া আক্রান্ত ঘণ্টায় ৩ জনের বেশি
-
কক্সবাজারে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যায় মামলা
-
রাজশাহীতে রেল কর্মচারীকে ‘কুপিয়ে হত্যা’র অভিযোগ
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- ‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ