‘জাহাজ থেকে পড়ে’ ক্যাপ্টেনের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় কয়লাবাহী একটি জাহাজ থেকে পড়ে ক্যাপ্টেন মারা গেছেন বলে পুলিশ জানিয়েছে।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2021, 02:06 PM
Updated : 23 Dec 2021, 02:06 PM

পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৩ নটিক্যাল মাইল দক্ষিণে রাবনাবাদ চ্যানেলে বুধবার এ ঘটনা ঘটে।

মৃত শামীম  ফয়েজ (৬৫) ‘এমভি নেরাইডা’ নামের জাহাজের ক্যাপ্টেন সার্ভেয়ার ছিলেন। তিনি ঢাকার উত্তরার প্রয়াত আবুল ফয়েজের ছেলে।

পুলিশ ও বেনকম সী ট্রামস শিপিং এজন্টের সিনিয়র অফিসার মাহমুদ সাংবাদিকদের জানান, কলাপাড়ার ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য  ৪৬ হাজার দুইশত টন কয়লা নিয়ে ‘এমভি নেরাইডা’ জাহাজ এক সপ্তাহ আগে ইন্দোনেশিয়া থেকে রওয়ানা দেয়।

মঙ্গলবার জাহাজটি পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ফেয়ারবয়ায় নোঙর করে।

শামীম ফয়েজের এক স্বজন মো. তারিক ইমতিয়াজের বরাত দিয়ে কলাপাড়া থানার ওসি মো. জসিম বলেন, বুধবার সকাল ১০টার দিকে অপর একটি লাইটারেজ জাহাজ জাসনা খান-২ এর সিঁড়ি বেয়ে সার্ভে করার জন্য নামার সময় ‘হাত ফসকে সাগরে পড়ে যান’ ক্যাপ্টেন শামীম ফয়েজ।

“১৫ মিনিট চেষ্টা চালিয়ে সহকর্মীরা তাকে উদ্ধার করে ৭/৮ ঘণ্টা নৌ-পথ পাড়ি দিয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় একটি ইউডি মামলার পর ময়নাতদন্তের জন্য লাশ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।