সিরাজগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর ৪ কর্মীকে মারধরের অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর ৪ কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2021, 02:50 PM
Updated : 22 Dec 2021, 02:50 PM

দেশীগ্রাম ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী জ্ঞানেন্দ্রনাথ বসাক (আনারস প্রতীক) অভিযোগ করেন, বুধবার সকালে কাটাগাড়ী বাজারে তার কর্মীদের ওপর মারধরের ঘটনা ঘটে।

এতে তার চার কর্মী বলদীপাড়া গ্রামের মুজিবুর রহমান ভুইয়া (৭৬), তার ছেলে জাহাঙ্গীর আলম, দেশীগ্রামের আনিসুর রহমান ও তার স্ত্রী কাকলী খাতুন আহত হন বলে অভিযোগ জ্ঞানেন্দ্রনাথ বসাকের।

তিনি বলেন, “মঙ্গলবার কাটাগাড়ী বাজারে আনারস প্রতীকের পোস্টার লাগানো হয়। এরপরই নৌকার প্রার্থী আব্দুল কুদ্দস সরকারের সর্মথকরা ওই পোস্টার ছিঁড়ে ফেলেন। আমার কর্মী বৃদ্ধ মুজিবর রহমান ভুইয়া এর প্রতিবাদ করেন।

“এরই জেরে বুধবার সকালে মুজিবর কাটাগাড়ী বাজারে এলে কুদ্দস সরকারের ১০/১২ জন মিলে তাকে পিটিয়ে আহত করে। বাধা দিতে গেলে নারীসহ আরও তিনজনকে মারধর করে তারা।“

অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল কুদ্দস সরকার বলেন, “এ ঘটনা কারা ঘটিয়েছে তা আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখছি। তবে মারামারি কাম্য নয়।”

আগামী ৫ জানুয়ারি এ উপজেলার ৪টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।