দক্ষিণ আফ্রিকায় দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2021, 06:07 PM
Updated : 21 Dec 2021, 06:07 PM

স্থানীয় সময় সোমবার বিকালে দেশটির ওয়েস্টার্ন কেপ প্রদেশের জর্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিহতের স্বজনরা জানিয়েছেন।

নিহতরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের জাফর আহমেদ (৩২) ও ঢাকার আমিনুল ইসলাম (৩০)। 

কাদিরপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জহিরুল ইসলাম জানান, নিহত জাফর আহমেদ তার ওয়ার্ডের ঘাটলা গ্রামের সোলায়মান মিয়ার বাড়ির রকিয়ত উল্যার ছেলে। দুই বোন ও চার ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

জাফরের খালাতো ভাই শাহাজাদ হোসেন জানান, স্থানীয় সময় সোমবার বিকাল ৫টার দিকে মালপত্র নিয়ে দোকানে ফিরছিলেন আমিনুল ইসলাম ও জাফর আহমেদ। জর্জ এলাকায় তাদের চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের পাশে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়।

“এতে গুরুতর আহত জাফর আহমেদ ও আমিনুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

শাহাজাদ জানান, জীবিকার সন্ধানে প্রায় ১০ বছর আগে জাফর আহমেদ দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। তিনি পাইকারি ব্যবসায়ী ছিলেন। আমিনুল ছিলেন জাফর আহমেদের দোকানের কর্মচারী।

তিনি বলেন, বিয়ে করার উদ্দেশ্যে কয়েকদিন আগে জাফরের দেশে আসার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন বিস্তার শুরুর পর ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে তার।

দক্ষিণ আফ্রিকায় জাফর আহমেদসহ তারা তিন ভাই থাকতেন বলে শাহাজাদ জানান।

দুজনের মরদেহ দ্রুত দেশে আনার জন্য পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।