গাজীপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

গাজীপুরে বাসের ধাক্কায় অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন; তাছাড়া আহত হয়েছেন আরও চারজন।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2021, 01:23 PM
Updated : 21 Dec 2021, 01:23 PM

নিহত আনসার আলী বাবু (২২) লালমনিরহাটের হাতীবান্ধা থানার হোতামারী এলাকার নূরুল আমিনের ছেলে।

লালমনিরহাটের বাড়ি থেকে কিশোরগঞ্জের কর্মস্থলে ফেরার পথে মঙ্গলবার সকালে তিনি দুর্ঘটনায় পড়েন বলে গাজীপুরের কাপাসিয়া থানার এসআই আনোয়ার হোসেন জানান।

এসআই প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে বলেন, বাবু কিশোরগঞ্জে জুতার কারখানায় চাকরি করতেন; লালমনিরহাট থেকে বাসে করে এসে সকালে গাজীপুরে নামেন। সেখান থেকে কারখানায়া যাওয়ার জন্য অটোরিকশায় ওঠেন। পথে কাপাসিয়া উপজেলার নরসিংপুর এলাকায় ঢাকামুখী জলসিঁড়ি পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে বাবু ঘটনাস্থলেই নিহত হন।

তাছাড়া অটোরিকশার আরও চার যাত্রী আহত হলে তাদের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় বলে জানান এসআই হোসেন।

আহতরা হলেন কিশোরগঞ্জের গিয়াস উদ্দিনের ছেলে বকুল মিয়া (৩৫), বকুলের মেয়ে তুলি (১১), ছেলে নাদিম (৮) ও সুনামগঞ্জের রঞ্জিত দাসের ছেলে সুব্রত দাস (১৬)।

এসআই বলেন, আহতদের মধ্যে বকুল ও সুব্রতকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেছেন চিকিৎসক।

দুর্ঘটনার ব্যাপারে পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে বলে জানান এসআই হোসেন।