রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি বাতিল

শিক্ষা কার্যক্রমের ‘ক্ষতি পুষিয়ে নিতে’ সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2021, 04:08 PM
Updated : 20 Dec 2021, 05:06 PM

এ কারণে মঙ্গলবার ছুটি শুরুর পরিবর্তে বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষাগুলো শুরু হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন অফিসার মো. শাহ আলী স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি পুষিয়ে নিতে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ডকে গতিশীল করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে ১৭ ডিসেম্বর রাতে কান্দাপাড়ায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবন-১ এ ট্রেজারার, রেজিস্ট্রার, সকল বিভাগের চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মো. শাহ্ আজমের সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

কোভিড ১৯ মহামারির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল প্রায় উনিশ মাস। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চুল কাটার একটি অপ্রীতিকর ঘটনায় আরও প্রায় আড়াই মাস শিক্ষাকার্যক্রম ব্যাহত হয়েছে। 

লেখাপড়ায় এই দীর্ঘ বিরতি একদিকে যেমন সেশনজটের শঙ্কা বাড়িয়ে দিয়েছে, তেমনি শিক্ষার্থীদের মনোজগতেও বিরূপ প্রভাব ফেলেছে। যে কারণে শীতকালীন ছুটি বাতিলের বিষয়ে ওই সিদ্বান্ত নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।