ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেওয়ায় একটি বাসের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৫ যাত্রী।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2021, 02:39 PM
Updated : 20 Dec 2021, 02:39 PM

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জিরো পয়েন্ট এলাকায় সোমবার বিকাল পৌনে ৫টার দিকে হতাহতের এ ঘটনা ঘটে বলে ত্রিশাল থানার ওসি মাঈন উদ্দিন জানান।

তিনি বলেন, “ঢাকা থেকে ময়মনসিংহের হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের একটি বাস ত্রিশালের জিরো পয়েন্ট এলাকায় রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে বাসের সম্মুখ অংশ দুমড়েমুচড়ে যায়।

“এতে ঘটনাস্থলেই বাসের চালক ও এক যাত্রী মারা যান। আহত হন বাসের আরও ৫ যাত্রী।”

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাতাহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।

ত্রিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রিয়াজ উদ্দীন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, সিএনজিচালিত একটি অটোরিকশাকে অতিক্রম করতে গিয়ে দ্রুতগামী ওই বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। পরে পার্শ্ববর্তী বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়।

স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে।

নিহত দুই জনের মরদেহ থানায় পাঠানো হয়েছে বলে জানান তিনি।