শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড়: সেই মেয়র আওয়ামী লীগ থেকে বহিষ্কার

শিক্ষা কর্মকর্তাকে চড়-থাপ্পড় মারার অভিযোগ ওঠা জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

জামালপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Dec 2021, 11:06 AM
Updated : 21 Dec 2021, 10:00 AM

জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠায় শাহনেওয়াজকে শাহান শাহকে দল থেকে বহিষ্কার করা হয়।”

শাহনেওয়াজ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।

বিজয় দিবসে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য নাম ঘোষণা ‘দেরিতে’ করায় দেওয়ানগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহকে থাপ্পড় মারার অভিযোগ ওঠে মেয়রের বিরুদ্ধে।

ওই দিনই লাঞ্ছিত করার অভিযোগে মেয়রের বিরুদ্ধে থানায় মামলা করেন শিক্ষা কর্মকর্তা।

রোববার সকালে মেয়রের শাস্তির দাবিতে মানববন্ধন করেন উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।

তবে অভিযোগ অস্বীকার করেছেন মেয়র শাহনেওয়াজ। মেয়রের বিরুদ্ধে দায়ের করা মামলা ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ দাবি করে তা প্রত্যাহারের দাবিতে রোববার বিকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দেওয়ানগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী পরিষদ।

আওয়ামী লীগ নেতা মুহাম্মদ বাকী বিল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দলীয় মিটিংয়ে সিদ্ধান্তমোতাবেক শাহনেওয়াজ বহিষ্কার করা হয়েছে।”

সংবাদ বিজ্ঞপ্তিতে ১৯ ডিসেম্বর স্বাক্ষরের তারিখ থাকলেও তা পরদিন সোমবার সাংবাদিকদের দেওয়া হয়।