ঝালকাঠি শিল্পকলা একাডেমির সামনের সড়কে তার প্রাইভেটকার আটকে ভাঙচুর করা হয়; তাকে গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করা হয়।
লালমনিরহাট রেলওয়ে থানার ওসি বাহারুল ইসলাম জানান, শনিবার সকালে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের চৈতাপাড়া এলাকায় লালমনিরহাট-বুড়িমারী রেলপথে তিনি মারা যান।
তার বয়স আনুমানিক ৪০ বছর বলে জানালেও পুলিশ পরিচয় বলতে পারেনি।
ওসি বাহারুল স্থানীয়দের বরাতে বলেন, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি লোকাল ট্রেন ওই এলাকা অতিক্রম করার পর মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
“ট্রেনের নিচে পড়ে লাশ ছিন্নভিন্ন হয়ে গেছে।”
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে বলে তিনি জানান।