পঞ্চগড়ে হাওয়া মেশিনের সিলিন্ডার বিস্ফোরণে পরিবহন শ্রমিক নিহত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় হাওয়া মেশিনের সিলিন্ডার বিস্ফোরণে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন; তাছাড়া আহত হয়েছেন আরও দুই ব্যক্তি।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2021, 12:47 PM
Updated : 18 Dec 2021, 12:47 PM

তেঁতুলিয়া থানার ওসি আবু সায়েম মিয়া জানান, শনিবার সকালে উপজেলার ভজনপুর বাজারের একটি মটর ওয়ার্কশপে তারা হতাহত হন।

নিহত আল মামুন (২৮) সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের জাবুরীদুয়ার এলাকার তহিদুল ইসলামের ছেলে।

আহতরা হলেন তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার রবিউল ইসলাম (৩০) ও পঞ্চগড় পৌরসভার নিমনগর এলাকার নাজমুল ইসলাম (১৬)।

ওসি আবু সায়েম স্থানীয়দের বরাতে বলেন, পাথর পরিবহনের জন্য ট্রাক নিয়ে বাংলাবান্ধা যাচ্ছিলেন মামুনরা। পথে ভজনপুর বাজারে রবিউল ইসলামের মটর ওয়ার্কশপে ট্রাকে হাওয়া দেওয়ার জন্য থামেন তারা। হাওয়া দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে হাওয়া মেশিনের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে ট্রাকচালকের সহকারী মামুন, ওয়ার্কশপের মালিক রবিউল ইসলাম ও কর্মচারী নাজমুল ইসলাম আহত হন।

“আহতদের পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন।”

তার শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত হয়ে গেছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক আমির হোসেন।

তিনি বলেন, “মামুনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত ছিল। এছাড়া নাজমুলের মাথায় আঘাত লেগেছে। রবিউলের বাঁ পায়ের গোড়ালির হাড় ভেঙে গেছে। তাছাড়া তার ডান পায়ের মাংস ছিঁড়ে গেছে।”

আহত নাজমুল ও রবিউলের অবস্থার অবনতি হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওসি সায়েম।

কেন বা কিভাবে বিস্ফোরণ ঘটল সে বিষয়ে পুলিশ কিছু বলতে পারেনি।

ওসি আবু সায়েম মিয়া বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। দোকানটির কোনো অবহেলা বা যন্ত্রের ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।