ফরিদপুরে নির্বাচন-পরবর্তী সংঘাতে দুলাল হত্যার বিচার দাবি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নির্বাচন-পরবর্তী সংঘাতে দুলাল সিকদার হত্যার বিচার দাবি করেছেন এলাকাবাসী।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2021, 11:29 AM
Updated : 17 Dec 2021, 11:29 AM

উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে শুক্রবার বেলা ১১টার দিকে মানববন্ধন কর্মসূচিতে তারা এই দাবি জানান।

বুধবার বিকালে মুনসুরাবাদ গ্রামে নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য আলম মোল্লার সমর্থকদের সঙ্গে পরাজিত সদস্য প্রার্থী বাবর আলীর সমর্থকদের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় বাবর আলীর সমর্থক ৬০ বছর বয়সী দুলাল নিহত হন।

মানববন্ধন কর্মসূচিতে ইউনিয়নের সংরক্ষিত নারী আসনের সদস্য জেসমিন আক্তার বলেন, “দুলালকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর সঠিক তদন্তের মাধ্যমে বিচার চাই।”

দুলাল হত্যার ঘটনায় এখনও মামলা হয়নি।

ভাঙ্গা সার্কেলের পুলিশ সুপার ফাহমিদা কাদের চৌধুরী বলেন, গত ২৮ নভেম্বর নির্বাচনের পর ওই এলাকায় উত্তেজনা দেখা দেয়। পুলিশ পরিস্থিতি শান্ত রাখে। এলাকাবাসী শান্ত থাকার প্রতিজ্ঞা করে থানায় অস্ত্রশস্ত জমা দেয়। তবু বুধবার হঠাৎ করে তারা সংঘর্ষে জড়ায়। এ সময় দুলালের মৃত্যু হয় বলে অভিযোগ আসে।

“দুলাল হামলায় মারা গেছেন নাকি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তা পুলিশ নিশ্চিত হতে পারেনি।”

ঘটনা তদন্ত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, পুলিশ ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় আছে। প্রতিবেদন আসলে মামলা হবে।