সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে জোর করে বিয়ে দেওয়ার অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এক আওয়ামী লীগ নেতাকে জোর করে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2021, 10:44 AM
Updated : 17 Dec 2021, 10:44 AM

উপজেলার নওগাঁ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহারম আলী এই অভিযোগ করেন।

৩২ বছর বয়সী মহরম আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাতে তিনি তার ওয়ার্ডের এক ‘অসহায়’ নারীর বাড়িতে যান তাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য।

“কিন্তু গ্রামবাসী পরিকল্পিতভাবে আমাকে আটকে রেখে তালাক হওয়া ওই নারীর সঙ্গে বিয়ে পড়িয়ে দেয়।”

তবে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা জানিয়েছেন, উভয়পক্ষের অভিভাবকদের সম্মতিতে এই বিয়ে হয়েছে।

ওই ওয়ার্ডের ভায়াট গ্রামের মাতব্বর রাঙ্গা মণ্ডল ও নজরুল ইসলাম জানান, “রাতে মহরম আলী ওই নারীর বাড়িতে গেলে গ্রামবাসী তাকে মারধর করে আটকে রাখে। পরে চার লাখ টাকার দেনমোহরে উভয়পক্ষের অভিভাবকদের সম্মতিতে তাদের বিয়ে পড়িয়ে দেওয়া হয়।” 

বিষয়টি মহরমের সংগঠনে আলোচনার অপেক্ষায় রয়েছে বলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন।

নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই সরকার বলেন, “শুনেছি তালাক হওয়া এক নারীর সঙ্গে রাত যাপন করতে গেলে গ্রামবাসী মহরম আলীকে মারধর করে আটকে রেখে ওই নারীর সঙ্গে বিয়ে পড়িয়ে দিয়েছে। বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করে মহরম আলীর বিরুদ্ধে বিধিসম্মত ব্যবস্থা নেওয়া হবে।”