পটুয়াখালীতে সরকারি বই বিক্রির অভিযোগে ২ জন গ্রেপ্তার

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় সরকারি বই বাজারে বিক্রির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পটুয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2021, 10:28 AM
Updated : 16 Dec 2021, 01:05 PM

উপজেলার পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সরকারি এই বই স্থানীয় ধলূ ফকিরের বাজারে বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বলে গলাচিপা থানার এসআই মোক্তার হোসেন জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন- ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী শহিদুল ইসলাম ও দোকানের কর্মচারী আবদুল মজিদ।

সরকারি বই বিনামূল্যে বিতরণের জন্য। এই বই বাজারে বিক্রি করায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বাদী হয়ে তিন জনকে আসামি করে গলাচিপা থানায় মামলা দায়ের করেন। এতে শহিদুল ইসলাম, আবদুল মজিদ এবং দোকানমালিক মিলন মিয়াকে আসামি করা হয়।

এসআই মোক্তার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কলাগাছিয়া তদন্তকেন্দ্রের পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই দুজনকে আটক এবং ৫০০ কেজি সরকারি বই উদ্ধার করে।

আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে গলাচিপা থানার ওসি এমআর শওকত আনোয়ার ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।