সুবর্ণজয়ন্তীতে দেয়াল চিত্রে ‘বিজয়ের গল্প’

রং-তুলি দিয়ে মুক্তিযুদ্ধের গল্প আঁকা হয়েছে ফরিদপুরের প্রেসক্লাবের দেয়ালে।  

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2021, 06:11 AM
Updated : 16 Dec 2021, 06:16 AM

বাঙালির বিজয়ের সুবর্ণজয়ন্তীতে যুদ্ধকালীন সময়ের গল্প-কথা ফুটিয়ে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী।

তিনি বলেন, “আমরা চেষ্টা করেছি বৃহত্তর ক্যানভাসে শিল্পীর রং তুলির আঁচড়ে বিজয়ের গল্প কথা ফুটিয়ে তুলতে।”

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, নয় মাসের যুদ্ধ ও ওই সময়ে নারীর প্রতি নির্মম অত্যাচার, ত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতার লাল-সবুজ পতাকা আর বিজয়ের প্রতিক সাদা পায়রা আঁকা হয়েছে দেয়াল চিত্রে।

দেয়াল চিত্রের শিল্পী সাজেদুল ইসলাম তাতার বলেন, “ফরিদপুরের প্রেসক্লাব চত্বরে প্রায় ৫০/২৫ ফিটের এই দেওয়াল চিত্র এই প্রথম। এতে আমরা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস প্রকাশ করতে চেষ্টা করেছি।”

দেয়াল চিত্রে সহযোগিতায় ছিলেন শিল্পী রাহুল গাঙ্গুলি ও সুমন।