নারায়ণগঞ্জ সিটি নির্বাচন: মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ জন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও স্বতন্ত্র থেকে জেলা বিএনপির আহবায়ক তৈমুর আলম খন্দকারসহ ছয় জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2021, 11:24 AM
Updated : 15 Dec 2021, 11:24 AM

বুধবার সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তারের কাছে তারা মনোনয়নপত্র জমা দেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান।

অপর চার জন হলেন খেলাফত মজলিশের এবিএম সিরাজুল মামুন, বাংলাদেশ কল্যাণ পাটির রাশেদ ফেরদৌস, বাংলাদেশ খেলাফত আন্দোলন মো. জসিম উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাসুম বিল্লাহ্।

দুপুর ১২টায় জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তৈমুর আলম খন্দকার মনোনয়নপত্র জমা দেন।

তার সঙ্গে ছিলেন স্বতন্ত্র থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল।

এ সময় এটিএম কামাল নির্বাচনে তৈমুর আলম খন্দকারকে সমর্থন দিয়ে সরে দাঁড়িয়েছেন; তাই তিনি মনোনয়নপত্র দাখিল করেননি বলে সাংবাদিকদের জানান।  

মনোনয়নপত্র জমা দিয়ে তৈমুর আলম খন্দকার সাংবাদিকদের বলেন, “কৌশলগত কারণে বিএনপি নির্বাচনে প্রার্থী দেবে না। বিএনপি বড় দল। আমরা আমাদের অবস্থানে এগিয়ে যাচ্ছি, সময়মত আপনারা দলের অবস্থান কী সেটি জানতে পারবেন।”

দুপুর দেড়টার দিকে সেলিনা হায়াৎ আইভীর পক্ষে মনোনয়নপত্র জমা দেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সেলিনা হায়াৎ আইভী সাংবাদিকদের বলেন, “আমার আস্থা আমার জনগণ। জনগণ দেখেছে দীর্ঘ দিন যাবত আমি মানুষের জন্য কাজ  করছি।”

মনোনয়নপত্র বাছাই ২০ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৭ ডিসেম্বর এবং ভোট গ্রহণ আগামী বছরের ১৬ জানুয়ারি।