সিরাজগঞ্জে তরুণকে ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

সিরাজগঞ্জে ‘পারিবারিক কলহের জেরে’ তরুণকে অতিরিক্ত গ্যাসের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবা-চাচার বিরুদ্ধে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2021, 10:51 AM
Updated : 15 Dec 2021, 10:51 AM

জেলার তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক জানান, মঙ্গলবার সন্ধ্যায় নওগাঁ ইউনিয়নের মহেষরৌহালী গ্রামে আশরাফুল ইসলাম (২২) নামে এই তরুণের মৃত্যু হয়।

আশরাফুল ওই গ্রামের আবু তালেবের ছেলে।

নিহত আশরাফুলের মা আসমা খাতুন অভিযোগ করেন, সম্প্রতি তালেব দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে সংসারে কলহ-বিবাদ শুরু হয়।

“এর জেরে মঙ্গলবার সন্ধ্যায় বাবা-চাচা মিলে আশরাফুলকে অতিরিক্ত গ্যাসের ট্যাবলেট খাওয়ায়। এতে আশরাফুল অসুস্থ হয়ে পড়ে।”

আসমা বলেন, অসুস্থ হয়ে পড়লে প্রথমে আশরাফুলকে তাড়াশ উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে আশরাফুল মারা যান বলে জানান মা আসমা খাতুন।

তিনি একে হত্যাকাণ্ড দাবি করে বিচার চেয়েছেন।

পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু কাউকে আটক করতে পারেনি।

ওসি ফজলে আশিক বলেন, লাশের ময়নাতদন্ত হচ্ছে। নিহতের স্বজনরা মামলা করার জন্য থানায় এসেছেন। আশরাফুলের বাবা-চাচা সবাই বাড়ি থেকে পালিয়ে গেছেন বলে এখনও আটক করা যায়নি।